এবারের বই মেলায় গবেষক হারুন-আর-রশিদ-এর দুটি নতুন গ্রন্থ এসেছে। ইসলামী মূল্যবোধ এবং ইতিবাচক ও মোটিভেশনাল বিষয়বস্তু নিয়ে প্রকাশিত গ্রন্থ দুটি হলো- বিশ্বাসের পরিবর্তনের নাম ইসলাম (পার্ল পাবলিকেশন্স-প্যাভিলিয়ন নং ২৩) এবং চেঞ্জ এ মাইন্ড চেঞ্জ এ লাইফ (গ্রন্থরাজ্য-স্টল নং ৬০৫)। এ...